স্কিটো সিমের দাম কত ২০২৩

ajkerdamdor
3 Min Read

বর্তমান সময়ে সকল সিমের ইন্টারনেট ও মিনিট প্যাকের দাম অত্যাধিক বেশি। তবে আপনি কি জানেন আমাদের দেশে এমন একটি সিম রয়েছে। যে সিমের ইন্টারনেট ও মিনিট প্যাক এর মূল্য অনেক কম। এছাড়াও ইন্টারনেট স্পিড অনেক ভালো। এই সিমের নাম হল স্কিটো সিম।

বর্তমান সময়ে খুব বেশি জনপ্রিয়তা অর্জন করেছে স্কিটো সিম। মূলত স্কিটো সিম গ্রামীণফোন কোম্পানির। তাহলে বুঝতে পারছেন স্কিটো সিমের ইন্টারনেট স্পিড কতটা ভালো। তবে নতুন যারা স্কিটো সিম কিনতে আসে। তাদের কিছু প্রশ্ন হল স্কিটো সিমের দাম কত, স্কিটো সিমের নাম্বার কেমন ও স্কিটো সিমের সুবিধা কি ইত্যাদি। তাই আপনাদের সুবিধার্থে আজকে আমরা স্কিটো সিমের আজকের দাম সম্পর্কে আলোচনা করবো। চলুন মূল আলোচনা শুরু করি।

স্কিটো সিমের দাম কত ২০২৩

বর্তমান সময়ে একটি নতুন স্কিটো সিমের দাম ৩০০ টাকা। আবার কোন কোন দোকানে ৩৫০/ ৪০০ টাকাও বিক্রি হচ্ছে। এছাড়াও যখন স্কিটো সিমের মেলা বসে তখন মাত্র ২০০/২৫০ টাকায় এ সিমগুলো বিক্রি হয়।

স্কিটো 4G সিমের দাম কত?

এইতো কিছুদিন আগেই স্কিটো মাত্র ১০০/১২০ টাকায় বিক্রি হতো। তবে সকল পণ্যের দামের সাথে সাথে স্কিটো সিমের দাম টাও বেড়ে গেল। বর্তমান সময়ে স্কিটো 4G সিমের দাম ৩০০/৩৫০ টাকা। তবে যখন স্কিটো সিমের মেলা বসবে। তখন আপনি মাত্র ২০০ টাকা দিয়ে এটি ক্রয় করতে পারবেন।

স্কিটো সিমের নাম্বার কেমন?

আপনাকে আগেই বলেছি স্কিটো সিম মূলত গ্রামীণফোন কোম্পানির। তাহলে স্কিটো সিমের নাম্বার হবে ০১৭ বা ০১৩ ডিজিটের। অর্থাৎ স্কিটো সিমের নাম্বার ০১৭ বা ০১৩ ডিজিটের হবে।

স্কিটো সিমের সুবিধা কি?

অন্যান্য সিম রেখে আপনি কেন স্কিটো সিম কিনবেন। এই স্কিটো সিমের সুবিধা কি। এ সম্পর্কে আপনার জানা দরকার। অন্যান্য সকল সিমের চেয়ে স্কিটো সিমে আপনি অনেক বেশি সুবিধা পাবেন।

স্কিটো সিমের প্রথম সুবিধা হল ইন্টারনেট অফার। অন্যান্য সিমের চেয়ে আপনি ইন্টারনেট অফার পাবেন অনেক কম দামের এই সিমে। দেখা যায় এমনও অনেক অফার আসে যার মূল্য অত্যন্ত সাশ্রয়ী। ১০ জিবি মাত্র ১০০ টাকা। এরকম আরো অনেক সাশ্রয়ী অফার পাবেন।

এছাড়াও মিনিট অফার তো পাচ্ছেন অনেক কম দামে। অল্প টাকা দিয়ে বেশি বেশি মিনিট কেনা যাবে। এর পাশাপাশি আপনি একসাথে ইন্টারনেট ও মিনিট অফার উপভোগ করতে পারবেন।

এজন্য আপনি চলে সাশ্রয়ী দামে ইন্টারনেট ও মিনিট অফার উপভোগ করতে চান। তাহলে এখনই একটি স্কিটো সিম ক্রয় করুন।

স্কিটো সিম কোথায় পাওয়া যায়?

নিশ্চয়ই এখন জানতে পেরেছেন স্কিটো সিমের দাম কত। এছাড়াও স্কিটো সিমের সুবিধা জানার পর, এখন নিশ্চয়ই আপনার স্কিটো সিম কেনার ইচ্ছা জেগেছে। বর্তমান সময়ে স্কিটো সিমের চাহিদা বেড়ে চলেছে। যেকোনো ধরনের ফ্লেক্সিলোডের দোকানে পাওয়া যাবে।

তবে ফ্লেক্সিলোডের দোকানে যদি স্কিটো সিম না পান। তাহলে আপনি সরাসরি গ্রামীন কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করেন। গ্রামীন কাস্টমার কেয়ার সেন্টারে স্কিটো সিম অ্যাভেইলেবল রয়েছে।

উপসংহার

স্কিটো সিমের দাম কত তা নিশ্চয়ই এখন জানতে পেরেছেন। এখন আপনি যদি অল্প দামে ইন্টারনেট ও মিনিট অফার উপভোগ করতে চান। তাহলে এখনই একটি স্কিটো সিম ক্রয় করুন। এছাড়াও স্কিটো সিমের মিনিট ও ইন্টারনেট অফার কিভাবে দেখতে হয় সম্পর্কিত যদি তথ্য জানতে চান। তাহলে নিচে কমেন্ট করুন।

Share This Article
Leave a comment