আজকের সিমেন্ট দাম কত ২০২৩ | সেভেন রিংস সিমেন্ট দাম ২০২৩

ajkerdamdor
5 Min Read

বর্তমান সময়ে সকল দ্রব্যমূলের দাম দিন দিন বেড়েই চলেছে। এ সকল দ্রব্যমূলের বাইরেও নেই সিমেন্ট বাজার। আগের দামের তুলনায় বর্তমানে প্রতি বস্তায় প্রায় ২০ থেকে ৪০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে বেশ কয়েকটি কোম্পানির সিমেন্ট বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে। সিমেন্টের গুণগত মান এর উপর ভিত্তি করে এর দাম নির্ভর করে। 

এ কারণে আমাদের জানা দরকার আজকের কোন সিমেন্ট দাম কত টাকা। তাই আপনাদের সুবিধার্থে আমরা আজকের সিমেন্ট দাম কত ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই আপনি যদি সকল দেশীয় সিমেন্ট দাম ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে আজকের আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। 

আজকের সিমেন্ট দাম কত ২০২৩

ডিজিটাল এই যুগে, সিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি দ্রব্য। ফ্ল্যাট কিংবা বাড়ি, বাসা বা দোকান যেটাই তৈরি করুন না কেন সিমেন্ট দরকার হবে। যেহেতু বাড়ি তৈরি করার জন্য সিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি পণ্য। এ কারণে আমাদের সিমেন্ট দাম কত ২০২৩ তা জানা দরকার। এছাড়াও কোন সিমেন্ট এর গুণগতমান ভালো সেটাও জানা দরকার। 

বর্তমান সময়ে আমাদের দেশে প্রায় ২০ কোম্পানির সিমেন্ট পাওয়া যায়। তবে এ সকল সিমেন্টের মধ্যে গুণগত দিক থেকে সব সিমেন্ট ভালো না। তাই আপনারা যাতে ভালো ও গুণগত সম্পন্ন সিমেন্টের মাধ্যমে ভবন তৈরি করতে পারেন। সেই রকম কয়েকটি সিমেন্টের নাম ও এর দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। চলুন আজকের সিমেন্ট দাম কত ২০২৩ তা জেনে নেই। 

শাহ সিমেন্ট স্পেশাল দাম ২০২৩

শাহ সিমেন্ট হলো বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় সিমেন্ট। বাড়ি, ভবন, ফ্লাট, দোকান সবকিছু এই সিমেন্টের মাধ্যমে তৈরি করতে পারেন। অন্যান্য সিমেন্টের তুলনায় এর দাম একটু বেশি। তবে গুণগত মানের দিক থেকে শাহ সিমেন্ট এক নম্বরে রয়েছে। প্রতি বস্তা শাহ সিমেন্ট দাম ৫৪৫ টাকা। তবে আপনি যখন একাধিক বস্তা শাহ সিমেন্ট ক্রয় করবেন। তখন দাম কম নিতে পারে। 

সেভেন রিংস সিমেন্ট দাম ২০২৩

দেশের নির্মাণ কাজে অর্ধেক সেভেন রিংস সিমেন্ট ব্যবহৃত হয়। তাহলে বুঝতে পারছেন এই সিমেন্ট এর গুণগত মান কত ভালো। গুণগতমান ভালো হওয়ার পাশাপাশি এর দাম একটু বেশি। প্রতি বস্তা সেভেন রিংস সিমেন্ট দাম ৫৪৫ টাকা। 

আপনি যদি বড় বড় ভবন বা ফ্লাট তৈরি করতে চান। তাহলে নিঃসন্দেহে সেভেন রিংস সিমেন্ট ব্যবহার করতে পারেন। কারণ বিগত হাজার হাজার বছর ধরে এই সিমেন্ট ব্যবহার করে অনেক বড় বড় প্রজেক্ট তৈরি করা হয়েছে।

স্ক্যান সিমেন্ট এর দাম ২০২৩ 

দেশের আরেকটি জনপ্রিয় সিমেন্ট কোম্পানি হল স্ক্যান। অন্যান্য সিমেন্ট এর তুলনায় এর দাম একটু কম। তবে কার্যকারীতা প্রায় সমান। প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট এর দাম ৫৩৫ টাকা। তবে আপনি যদি অনেক বস্তায় স্ক্যান সিমেন্ট নিতে চান। তাহলে সরাসরি স্ক্যান সিমেন্ট এর হেড অফিসে যোগাযোগ করতে পারেন। 

সুপারক্রিট সিমেন্ট দাম ২০২৩ 

খুব অল্প সময়ে সিমেন্ট বাজারে জনপ্রিয়তা অর্জন করেছে সুপারক্রিট সিমেন্ট। গুণগত মানের দিক থেকে অনেক ভালো একটি সিমেন্ট এটি। আগের দামের তুলনায় প্রতি বস্তায় সুপারক্রিট সিমেন্ট এর দাম বেড়েছে ৪০/৫০ টাকা। বর্তমানে এক বস্তা সুপারক্রিট সিমেন্ট দাম ৫৪৫ টাকা। 

আকিজ সিমেন্ট দাম ২০২৩

বর্তমান সময়ের দাম বেড়ে প্রতি বস্তা আকিজ সিমেন্ট ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আপনি যদি বেশি আকিজ সিমেন্ট নিতে চান। তাহলে অবশ্যই হেড অফিসে যোগাযোগ করতে হবে। কারণ হেড অফিস থেকে সিমেন্ট নিলে আপনি একদম পাইকারি দর পাবেন। 

ক্রাউন সিমেন্ট দাম ২০২৩

স্বাধীনতার পর থেকে দেশের জনপ্রিয় একটি সিমেন্ট ব্যান্ড হলো ক্রাউন। দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে আমাদের বড় বড় প্রজেক্ট তৈরি করতে সহায়তা করছে ক্রাউন সিমেন্ট। বড় বড় ভবন তৈরি করার কথা আসলেই প্রথমে আমাদের ক্রাউন সিমেন্ট এর কথা মনে পড়ে যায়। কারণ এর মান ও গুনগত দিক দুটোই ভালো। 

বর্তমান সময়ে দাম বেড়ে প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে যাদের আগে ক্রাউন সিমেন্ট কেনা আছে। তাদের থেকে নিলে দাম একটু কম পাবেন। 

হোলসিম সিমেন্ট দাম ২০২৩

আপনি যদি বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো মানের সিমেন্ট ক্রয় করতে চান। তাহলে অবশ্যই হোলসিম সিমেন্ট কিনতে হবে। কারণ দেশের অন্যান্য সিমেন্ট এর তুলনায় এর জনপ্রিয়তা অনেক বেশি। আগে হোলসিম সিমেন্ট ৫৬০/৫৮০ বিক্রি হলেও বর্তমানে এর বাজার মূল্য প্রায় ৬১০ টাকা। তবে অঞ্চল ভেদে এর নামের তারতম্য দেখা দিতে পারেন। 

পরিশেষে 

এই ছিল আজকের সিমেন্ট দাম ২০২৩ সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আশা করব আজকের আলোচনা থেকে কোন সিমেন্ট এর দাম কত টাকা আপনি জানতে পেরেছেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, সিমেন্ট তৈরি হয় কাঁচামাল থেকে। তাই বিভিন্ন পরিস্থিতি ও আমদানির উপরে এর দাম নির্ভর করে। এজন্য সিমেন্ট এর দামের কম বেশি হতেই পারে। তবে এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। 

Share This Article
6 Comments