আজকের কক মুরগির দাম ২০২৩

ajkerdamdor
2 Min Read

বেশ কিছুদিন আগেও সকল মুরগির দাম স্বাভাবিক ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের প্রায় সকল মুরগির দাম অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিদেশী জাতের মুরগির দাম আরো বেড়েছে।

আমাদের দেশে বিদেশী জাতের মুরগির মধ্যে সবথেকে কম লালন পালন করা হয় কক মুরগি। এছাড়াও কক মুরগির মাংস খেতে অনেক বেশি সুস্বাদু। এ কারণে অন্যান্য মুরগির দামের চেয়ে কক মুরগির দাম তুলনামূলকভাবে একটু বেশি ছিল। তবে সাম্প্রতিক সময়ে সকল জাতের মুরগির দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে। এ কারণে কক মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। চলুন আজকের কক মুরগির দাম ২০২৩ জেনে নেই।

আজকের কক মুরগির দাম ২০২৩

এ বছরের শুরুর দিকেও এক কেজি কক মুরগি বিক্রি হত ২৭০/২৮০ টাকায়। তবে দুই ঈদের পরবর্তী সময়ে এর দাম বেড়ে হয়েছে ৩৪০/৩৫০ টাকা কেজি। অর্থাৎ, বর্তমানে ১ কেজি কক মুরগির দাম ৩৪০/৩৫০ টাকা করে।

অনেকেই মনে করছেন ভবিষ্যতে এক মুরগির দাম আরো বাড়তে পারে। দাম বাড়ার পেছনে নির্দিষ্ট কিছু কারণও রয়েছে। অনেকেই বলছে খাদ্যের দাম অতিরিক্ত বেশি ও লালন পালন করতে খরচ আগের থেকে বেশি হয়। একারণে কক মুরগির দাম কেজি প্রতি আরো ২০/৩০ টাকা বাড়তে পারে।

পাকিস্তানি কক মুরগির দাম

আমাদের দেশে কক মুরগির মধ্যে সবথেকে বেশি চলে পাকিস্তানী কক মুরগি। কারণ পাকিস্তানি কক মুরগির মাংস খেতে অনেক মজা লাগে। কক মুরগির মাংস খেতে যেমন মজা লাগে। ঠিক তেমনি তরতর করে এর দাম অনেক বেড়ে গেছে।

বর্তমান সময়ে ১ কেজি পাকিস্তানি কক মুরগির দাম ৩৫০/৩৬০ টাকা। তবে এ বছরের শুরুতে এর দাম ছিল কেজিপ্রতি ২৭০/২৮০ টাকা।

পরিশেষে

খাদ্যের দাম বাড়ার কারণেই মূলত কক মুরগির দাম তুলনামূলকভাবে একটু বেড়েছে। ভবিষ্যতে কক মুরগির দাম আরো বাড়তে পারে। আমাদের আজকের পোস্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আজকের কক মুরগির দাম ২০২৩ সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন।

Share This Article
Leave a comment